কালশী উড়ালসেতু এখন শেখ তামিম মহাসড়ক

  24-04-2024 03:45PM

পিএনএস ডেস্ক: কালশী উড়ালসেতুর নাম পরিবর্তন করে এর নতুন নাম দেয়া হয়েছে শেখ তামিম মহাসড়ক। কাতারের আমির শেখ তামিমের নামানুসারে এই নামকরণ করা হয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুইদিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছেন। বিশ বছর পর বাংলাদেশ সফর করছেন কাতারের আমির। সকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি করে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ তামিম দুই দেশের পক্ষে এতে সই করেন।

ঢাকা সফরকালে শেখ তামিমের নামে একটি উড়ালসেতু এবং পার্কের নামকরণ করা হবে বলে জানা গিয়েছিল। এরইমধ্যে উড়ালসেতুর নামকরণের ঘোষণা এলো।

প্রসঙ্গত, কালশী উড়ালসেতুটি গত বছরের ফেব্রুয়ারিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ২ দশমিক ৩৪ কিলোমিটারের উড়ালসেতু ও এর সংযোগ সড়ক (প্রশস্ত সড়ক) প্রকল্পটি ২০১৮ সালে একনেক অনুমোদন দেয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন