রোহিঙ্গা ইস্যুতে কর্মসূচি দেবে ২০দলীয় জোট

  30-11-2016 08:24AM


পিএনএস: রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বা মানবপ্রাচীরধর্মী কর্মসূচি দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এই কর্মসূচিতে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের কাছে আবেদন করা হবে। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত বিএনপির একজন সিনিয়র নেতা গণমাধ্যমকে এ তথ্য জানান।

সূত্র জানায়, রোহিঙ্গা ইস্যুতে কর্মসূচির বিষয়ে শরিক নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বৈঠকে বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধনধর্মী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তারিখ ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের জানানো হবে।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জোটসমন্বয়ক ও বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আতাউর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মু. আবু তাহের খেলাফত মজলিসে আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম ফজলে রাব্বী চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন