‘প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন কিছু নেই’

  13-01-2017 08:23AM

পিএনএস ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন কিছু নেই। তিনি একই কথা পুনরাবৃত্তি করেছেন।
তিনি বলেন, ‘এইটাকে আমরা একটা বক্তৃতা বলে মনে করি। এখানে জাতির নির্বাচনকালীন সংকট, ভোটাধিকার সংকট ও গ্রহণযোগ্য নির্বাচনের যে সংকট তাতে তিনি খুব বেশী দুর এগোতে পারেননি। আমরা প্রত্যাশা করবো তিনি বক্তৃতার মধ্যে না থেকে সংকট উত্তরণে উদ্যোগ নেবেন’।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর জাতীর উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
নিবার্চন কমিশন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরাও আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার নেই। প্রধানমন্ত্রী সৎ নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চান কিনা। তিনি যদি চান তাহলে রাষ্ট্রপতি এটা করতে পারবেন। তিনি না চাইলে রাষ্ট্রপতির করার কিছু নাই। তাই রাষ্ট্রপতির ইচ্ছা তার মানার কোনো সুযোগ নেই। তার ইচ্ছা বরং রাষ্ট্রপতি ও জাতি মানতে বাধ্য’।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন