‘নুরুল হুদা খাঁটি আওয়ামী লীগার’

  14-02-2017 03:53PM


পিএনএস: সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে খাঁটি আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলনের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘নুরুল হুদা খাঁটি আওয়ামী লীগার। তিনি জনতার মঞ্চের খাঁটি নেতা ছিলেন। তাকে কি কারণে নিয়োগ দেয়া হয়েছে সে বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট। সরকার ২০১৪ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন করতে চায়, আর সেই নির্বাচন কিভাবে হবে তার ট্রেনিং দেবার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে।’

রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে বেছে বেছে আওয়ামী নির্বাচন কমিশন গঠন করেছে বলেও মন্তব্য করেন জয়নাল আবেদীন ফারুক।

নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদার জিয়ার সাথে ক্ষমতাসীনদের আলোচনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের দাবি অনুযায়ী নির্বাচন করতে চাইলে খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতেই হবে।’

সরকারের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে ২০১৪ সালের মতো আর ফাঁকা মাঠে গোল দিবেন না। বল আপনাদের পায়ে, যদি মাঠে প্রতিদ্বন্দ্বীতা করতে চান তাহলে অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আলোচনায় বসুন।’

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা নাজমুল হাসান রনি, শরিফুল ইসলাম প্রমুখ।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন