স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি

  21-05-2017 02:05PM

পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি বেআইনি দাবি করে এর দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।’

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করেন। তিনি বলেন, ‘এই তল্লাশি রাজনীতির জন্য অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।’

শনিবার গুলশান দুই এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে এই অভিযান।

এই তল্লাশির প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিলেন ডাক দিয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘এর আগে আমাদের কার্যালয়ে হামলা, অভিযান হয়েছে। এবার চেয়ারপারসনের বেআইনিভাবে তল্লাশিকে করা হলো। রাজনৈতিক ইতিহাসে এটা কলঙ্কজনক ঘটনা হয়ে থাকবে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন