অর্ধশতাধিক ইউপিতে ভোটগ্রহণ চলছে

  23-05-2017 11:13AM

পিএনএস ডেস্ক: দেশের ৫৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এসব ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করেতে নির্বাচনী এলাকাগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার ৫৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টিতে সাধারণ নির্বাচন এবং ১১টিতে ইতিপূর্বে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন হচ্ছে। এর বাইরে ২৫টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেন্দীগঞ্জের চানপুর এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচন রয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমভোট প্রাপ্ত একটি পদে পুনঃনির্বাচন হচ্ছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন