ড. কামাল ও জাফরুল্লাহকে ফোনে যা বললেন মইনুল

  24-10-2018 10:37AM

পিএনএস ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও ডা. জাফরুল্লাহর সঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেনের ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে কামাল হোসেনের কাছে মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি এবং আইনি সহায়তা চেয়েছেন মইনুল হোসেন। কিন্তু ড. কামাল এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন।

এ কারণে ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্ট ত্যাগ করার কথা বলেছেন।

ফোনে ড. কামালকে ব্যারিস্টার মইনুল বলেন, ‘কামাল ভাই, আমার যা মনে হয় আপনি একটা স্টেটমেন্ট ইস্যু করতে পারেন কি না। বিভিন্নভাবে কেস দিয়ে তাকে হ্যারাস করা হচ্ছে, আমাদের ঐক্য প্রক্রিয়া যাতে অগ্রসর হতে না পারে এবং আমরা এটা কনডেমড করি। দেখেন চিন্তা করে, দুই সেনটেন্সের একটা স্টেটমেন্ট। আজকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমি মনে করি একটা রিঅ্যাকশন দেয়া উচিত।’

জবাবে ড. কামাল বলেন, 'আমি ঐক্যফ্রন্টকে এগুলোর মধ্যে টানতে চাচ্ছি না। ঐক্যফ্রন্ট নাথিং টু ডু উইফ দিস।'

তখন ব্যারিস্টার মইনুল বলেন, ‘তাহলে আপনি থাকেন কামাল ভাই। আই গো। আই অ্যাম নট ইন দ্যা ফ্রন্ট।’

এ ঘটনার পর আরেকটি ফোনালাপে ঐক্যফ্রন্টের আরেক নেতা ডা. জাফরুল্লাহর সঙ্গে ফোনালাপ হয় মইনুল হোসেনের। জাফরুল্লাহকে মইনুল বলেন, ‘আমি বললাম যে দেখেন ড. কামাল আমাকে আঘাত করে মামলা করতিছে, হ্যারেস করতিছে। আমি মনে করি আপনার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে এভাবে দলীয় ঐক্যের মধ্যে বন্ধকতা সৃষ্টি করতে চেষ্টা করা হচ্ছে। সে বলে ফেলল, আমি এই বিষয়কে ঐক্যের মধ্যে আনতে চাই না।’

এ সময় ডা. জাফরুল্লাহ মইনুল হোসেনকে চুপ থাকার পরামর্শ দেন। জবাবে মইনুল হোসেন বলেন, ‘আমি আমার নিজের ঐক্যফ্রন্টে থাকব। তার ঐক্যফ্রন্টে থাকব না। দেখি তার ঐক্যফ্রন্টে কয়টা থাকে। উইথ আউট মইনুল হোসেন তার কিসের ঐক্যফ্রন্ট।’

এ সময় ড. কামালকে ‘কাওয়ার্ড’ বলে সম্বোধন করেন জাফরুল্লাহ।

প্রসঙ্গত, সোমবার রাতে সাংবাদিক রব মজুমদারের সঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেনের একটি ফোনালাপ ফাঁস হয়। প্রায় আড়াই মিনিটের ওই ফোনালাপে রব মজুমদারের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রসঙ্গে কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। সূত্র: আ.স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন