ব্যাটিং পরামর্শদাতা হিসেবে সচিনকে চান শাস্ত্রী

  19-07-2017 07:19PM

পিএনএস ডেস্ক : রাহুল নয়, সচিনকে চান শাস্ত্রী৷ টিম ইন্ডিয়ার ব্যাটিং পরামর্শদাতা হিসেবে মাস্টার ব্লাস্টার্সকে চান বিরাট কোহলিদের ‘হেডস্যার’৷সচিনের প্রতি আনুগত্য দেখালেন শাস্ত্রী!

ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিওসি) অন্যতম সদস্য সচিন তেন্ডুলকরের সুপারিশেই টিম ইন্ডিয়ার ‘হেডস্যার’ হয়েছেন শাস্ত্রী৷ প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরই বোর্ডের কাছে রাহুল দ্রাবিড় নয়, সচিনকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে চাইলেন তিনি৷

কিন্তু স্বার্থের সংঘাতে তা যে সম্ভব নয়, জেনেও বোর্ড কর্তাদের কাছে মাস্টারের জন্য আবদার করলেন শাস্ত্রী৷ মঙ্গলবারই তাঁর পছন্দের কোচিং টিম বেছে নিয়েছেন৷ জাহির খান না-পসন্দ৷ বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে নিয়ে এসেছেন৷ তাঁর ডেপুটি হিসেবে সঞ্জয় বাঙ্গার দায়িত্ব সামলাবেন৷

গত সপ্তাহেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে শাস্ত্রীকে বেছে নেয় অ্যাডভাইজরি কমিটি৷ কমিটির তিন সদস্য হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ৷ টম মুডি, বীরেন্দ্র সেহওয়াগকে টপকে বিরাট-ধোনিদের ‘হেডস্যার’ আত্মপ্রকাশ ঘটে শাস্ত্রীর৷

একই সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড় এবং বোলিং পরামর্শদাতা হিসেবে জাহির খানের নাম সুপারিশ করে সচিন-সৌরভ-লক্ষ্মণের কমিটি৷ বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণার পাশাপাশি বিদেশ সফরে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড় এবং বোলিং পরামর্শদাতা হিসেবে জাহির খানের নাম উল্লেখ করে৷ কিন্তু কয়েকদিনের মধ্যেই ‘ইউ টার্ন’ ভারতীয় বোর্ডের৷

শাস্ত্রীর সঙ্গে আলোচনার পর পরামর্শদাতা হিসেবে রাহুল ও জাহিরকে ঠাণ্ডা ঘরে ঠেলে দেয় বোর্ড৷ মঙ্গলবার শাস্ত্রীর সহকারিদের নাম ঘোষণা করা হলেও সেখানে রাহুল ও জাহিরের নাম উল্লেখ করেনি৷

কোচ হওয়ার পর বোর্ডের বিশেষ কমিটির সামনে সচিনকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে চান টিম ইন্ডিয়ার প্রধান কোচ৷ কিন্তু কমিটর সদস্যরা তখনই শাস্ত্রীর আবদার নাকজ করে দেন৷ কমিটির এক সদস্য বলেন, ‘বৈঠকে শাস্ত্রী ব্যাটিং কনসালটেন্ট হিসেবে সচিনকে দিতে বলে৷ কিন্তু কমিটি তখনই তা খারিজ করে দেয়৷ কারণ স্বার্থের সংঘাত ইস্যু তা কখনই সম্ভব নয়৷’

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন