চিকিৎসক আমাকে এভাবে যৌন হেনস্তা করল!

  22-11-2017 06:30PM

পিএনএস ডেস্ক : টিম চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন অলিম্পিকে তিন বারের সোনা জয়ী জিমন্যাস্ট গ্যাবি ডগলাস৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্স দলের চিকিৎসকর লরি নাসেরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন গ্যাবি৷

২০১২ লন্ডন অলিম্পিকে অল-রাউন্ড চ্যাম্পিয়ন তথা তিন বারের সোনা জয়ী মার্কিন জিমন্যাস্ট ডগলাস ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘নাসেরের মুখোশটা খুলতে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম৷’

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া মহিলাদের ড্রেস বিতর্কে মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন গ্যাবি৷ পরে সেই পোস্ট ডিলিটও করতে হয় সোনা জয়ী জিমন্যাস্টকে৷ তার পর তিনি লিখেছিলেন, ‘এক ভুক্তভোগী হিসেবে আমি এই মন্তব্য করিনি৷ কারণ আমি জানি, প্রত্যেকের নিজস্ব রুচি রয়েছে৷ যাই পোশাক পডুক না কেন, তার জন্য কাউকে হেনস্থা করার অধিকার কারোর নেই৷’

২১ বছরের এই মার্কিন জিমন্যাস্ট নাসেরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন৷ প্রায় দু’ দশক মার্কিন জিমন্যাস্টিক্স দলের চিকিৎসক ছিলেন নাসের৷ শুধু ডগলাসই নয়, নাসেরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ডগলাসের সতীর্থ অ্যালি রেইসম্যান৷ আত্মজীবনী ফিয়েসার-তে নাসেরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন৷

৫৪ বছরের নাসেরের বিরুদ্ধে একাধিক মহিলাকে হেনস্থার অভিযোগ রয়েছে৷ মার্কিন জিমন্যাস্টিক্স দল এবং মিচিগান ইউনিভার্সিটি হয়ে কাজ করার সময় তিনি এই কু-কাজ করেন৷ নাসেরের বিরুদ্ধে ১২৫ জন মহিলা এই যৌন হেনস্থার অভিযোগ এনেছেন৷ অভিযোগ প্রমাণিত হলে অন্তত ২৫ বছর জেল হবে নাসেরের৷

পিএনএস/ জে এ/ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন