৬ মিনিট ফোন করে সাকিবকে যা বুঝালেন শারুখ

  01-04-2015 08:20AM

পিএনএস ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ঢামাঢোল শেষ। এবার শুরু হতে যাচ্ছে আইপিএল ধামাকা।

৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে মাল্টি বিলিয়ন ডলারের ভারতীয় ঘরোয়া টি২০ টুর্নামেন্ট আইপিএলের ৮ম আসর।

গত তিন মৌসুমের মত এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল কাঁপানোর রয়েছে তার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া অনেকটাই দুর্বল হয়ে পড়ছে কেকেআর।

সাকিবের আগেই সুনীল নারাইয়ের অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সাকিবকেই ফোন করেন কেকেআর মালিক।

৬ মিনিটের কথোপকথনে কিং খান সাকিবকে দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজি খেলার জন্য উদ্বুদ্ধ করেন। কুশলাদি বিনিময়ের শেষ পর্যায়ে আইপিএলে খেলার জন্য বিসিবি সভাপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করতে পরামর্শ দিয়েছেন বলিউড বাদশা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ চলার কারণে আইপিএলের জমজমাট আসরটি এক প্রকার খেলাই হচ্ছে না দেশ সেরা এই ক্রিকেটারের।

১৯ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ। শেষ হবে ১২ কিংবা ১৩ই মে।

সুতরাং, সিরিজের প্রস্তুতির জন্য আগে থেকে আইপিএল খেলতে যেতেই পারছেন না সাকিব। একই সঙ্গে সিরিজ শেষ হলেও শেষ মুহূর্তে তিনি আইপিএল খেলতে যাবেন কি না সেটাও নিশ্চিত নয়। সূত্র: ভারতীয় গণমাধ্যম।

পিএনএস/জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন