সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সফটএভার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  23-12-2016 08:55PM

পিএনএস, ময়মনসিংহ : ময়মনসিংহে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সফটএভার।

শুক্রবার(২৩ ডিসেম্বর) দুপুরে শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রার উদ্ভোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম গালিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী’র আইটি ম্যানেজার (এটুআই) আরিফ এলাহী মানিক, ময়মনসিংহ দি চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রি’র সাবেক পরিচালক প্রদীপ ভৌমিক, বাংলাদেশের প্রধান মার্কেট প্লেস বিল্যান্সার এর প্রধান নির্বাহী মো: শফিউল আলম, সফটএভার এর প্রধান নিবার্হী কর্মকর্তা রিয়াদ হাসান, ম্যানেজিং ডিরেক্টর মোঃ আরাফাত রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কোডেক্স সফটওয়্যার সলিউশন লি. এর ম্যানেজিং ডিরেক্টর পাভেল সারোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম গালিব খান বলেন, তরুণ প্রজন্মদেরকে জানাই আমার সশ্রদ্ধা সালাম। আন্তর্জাতিক ভাবে আমরা আর পিছিয়ে নই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশের মানয়োন্ননে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশে ৪৫০০’রও বেশী তথ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেবার লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমান তরুণ প্রজন্মরা সফটএভার মাধ্যমে তাদের বিভিন্ন তথ্য সেবা মানুষের কাছে পৌছে দিচ্ছে তাদেরকে জানাই ধন্যবাদ। ই-ডেভেলপমেন্ট এর মাধ্যমে বাংলাদেশের জনগণকে হয়রানী থেকে মুক্ত করতে সফটএভার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উদ্ভোধক মেয়র ইকরামুল হক টিটু বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌছে দেবার লক্ষে সফটএভার যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। এই তরুণ প্রজন্মরাই আগামী ডিজিটাল বাংলাদেশ গড়বে বলে অভিমত প্রকাশ করেন।

সফটএভার ম্যানেজিং ডিরেক্টর মোঃ আরাফাত রহমান বলেন, সফটএভার মূলত একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। পাশাপাশি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব সলিউশন ও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মফস্বল অঞ্চলে আন্তর্জাতিক মানের সফটওয়্যার ও ওয়েব সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

উল্লেখ্য, সফটএভার মুলত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, এছাড়াও সফটএভার ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেক্সটপ সফটওয়ার ডেভেলপমেন্ট, মোবাইল এপস, ডিজিটাল মার্কেটিং, ডোমেইন, হোস্টিং সহ পূর্ন আইটি সলিউশন দিয়ে থাকে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন