২০৩০ সালের মধ্যেই দানব গ্রহাণু ধ্বংস করবে সভ্যতা!

  30-04-2017 01:32AM

পিএনএস ডেস্ক: পৃথিবী ধ্বংস নিয়ে নানা খবর মাঝেমধ্যেই ছড়ায়। যা অনেকটাই গুজব। তবে বিখ্যাত প্রত্নতত্ববিদ গ্রাহাম হ্যানককের গবেষণার তথ্য যা বলছে, তা চিন্তার বিষয়।

একটি বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত তার গবেষণায় দাবি, ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু। যা ধ্বংস করবে একটি সভ্যতা।

তার গবেষণা বলছে, আজ থেকে প্রায় ১৩ হাজার বছর আগে তুষার যুগ এই ভাবেই শেষ হয়েছিল। বাইবেলে নূহ (আ.)-এর নৌকার কথা রয়েছে। অনেক বিজ্ঞানীই দাবি করেছেন ধ্বংসাত্মক ওই বন্যা সত্যিই হয়েছিল। যার জেরে শেষ হয়ে গিয়েছিল তামাম সভ্যতা।

গ্রাহাম হ্যানককের বেস্ট-সেলিং বইগুলোতে দাবি, ২০৩০ সালের মধ্যেই বিশ্বে আছড়ে পড়বে একটি গ্রহাণু, যা একটি সভ্যতাকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট। এই দাবির সপক্ষে প্রমাণও বিস্তর দিয়েছেন হ্যানকক।

এডিনবরা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এর একটি গবেষণাপত্রে দাবি, ১০ হাজার ৯৫০ খ্রিস্টপূর্বাব্দে একটি গ্রহাণু পৃথিবীর উপর আছড়ে পড়েছিল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন