ফেসবুকে ধর্ম বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড

  12-06-2017 06:01PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের ভাওয়ালপুরের ৩০ বছর বয়সী এক যুবককের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে উঠে। দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এই অভিযোগে ওই যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। জানা যায়, পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগে সর্বোচ্চ শাস্তি দেয়ার ঘটনা এটাই প্রথম। শনিবার দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এ রায় ঘোষণা করে।

অভিযুক্ত ওই যুবককে গত বছর গ্রেফতার করে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ (স.) ও তার স্ত্রীদের নিয়ে অবমাননাকর মন্তব্য ফেসবুকে প্রকাশ করেছে সে । এছাড়া স্থানীয় ধর্মীয় নেতাদের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে সিটিডি মুলতান পুলিশ স্টেশনে মামলা করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন