মটোরোলার ক্যামেরায় প্রিন্ট হবে ছবি

  20-11-2017 11:55AM

পিএনএস ডেস্ক:পোলারয়েড ইনস্টা-শেয়ার প্রিন্টার মটো মড লঞ্চ করল মোটোরোলা। মটোরোলার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এটি। তবে এটি শুধু মাত্র যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।

জিঙ্ক পেপারে দুই বাই তিন ইঞ্চির ছোট ফটো প্রিন্ট করে দিতে পারে এটি। এছাড়া ফোন গ্যালারিতে বা ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটে যদি কোনও ছবি থাকে, সেটিরও প্রিন্ট আউট মিলবে এটি থেকে।

ফোনের মতো দেখতে পোলারয়েড ইনস্টা-শেয়ার প্রিন্টার মটো মড। এর রিয়ারে থাকবে ক্যামেরা। থাকছে শাটার বাটনও। জিরো ইঙ্ক পেপার ফরম্যাটে কাজ করে এটি। এই মটো মড স্মার্টফোন দিয়ে কানেক্ট করা যায়, মোটো জেডের ব্যাকে যে কানেক্টর রয়েছে, তাতেই কাজ হতে পারে।

যেহেতু এতে জিঙ্ক ফরম্যাট রয়েছে, তাই প্রিন্টিং অপশনও রয়েছে অনেকরকম। ছবি এডিট করা, বিভিন্ন ফিল্টার দেওয়া, টেক্সট বা বর্ডার দেওয়ার অনেক অপশনও থাকছে। ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এর। ২০টি প্রিন্ট করতে পারে একসঙ্গে। ইউএসবি টাইপ সি চার্জার এর। আর একসঙ্গে ১০টি শিট প্রিন্টং পেপার এর মধ্যে রাখা যেতে পারে।

খুব শিগগিরই সব দেশেই প্রায় এই গেজেট লঞ্চ হয়ে যাবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন