বকশীগঞ্জে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও আলোচনা সভা

  25-02-2017 08:58PM

পিএনএস, কশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে তিন দিন ব্যাপি প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি,সুস্থ্য সবল মেধাবী জাতি, প্রদিপাদ্য বিষয় নিয়ে শনিবার উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বেলা ১১ টায় একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, ভেরিয়ার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মাহবুব প্রমুখ। র‌্যালিতে বিভিন্ন ইউনিয়নের পশু খামারি ও সফল খামার মালিকরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন