মাদারীপুরে অনির্দষ্টকালের পরবিহন ধর্মঘট চলছে

  27-02-2017 10:42PM

পিএনএস, মাদারীপুর জেলা সংবাদদাতা : জেলা সড়ক পরিবহন ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ১মদিনে সোমবার ভোর ৬টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ও পুরাতন বাসস্ট্যান্ডে সড়কের উপর টায়ার ও লোহার পাইপ ফেলে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে বাসস্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই ধর্মঘটের কারনে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সাথে বন্ধ রয়েছে সড়ক পথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।

মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী ওবায়দুর রহমান বলেন, ‘ভোরে বাসস্ট্যান্ডে শুনি ধর্মঘট। জরুরী কাজে ঢাকা যেতে হবে। কিন্তু সড়কে টায়ার জ¦ালিয়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে শ্রমিকরা এই ভয়ে বাসায় ফিরে যাচ্ছি।’

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুল শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গার চালককে যাবজ্জীবন সাজা দেয়ার প্রতিবাদে বরিবার সন্ধ্যায় জরুরী সভা ডেকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।’

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জের জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ নিহত হয় ৫ জন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন