গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  22-05-2017 05:37PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : সরকারি উদ্যোগে ধান ক্রয়ের টাকা লুটপাট বন্ধ, হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর, কৃষক ফ্রন্ট ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং রেলগেটে এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, কৃষক ফ্রন্ট সদর উপজেলা সভাপতি প্রভাষক গোলাম সাদেক লেবু, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, বজলুর রহমান প্রমুখ।

বক্তারা বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ, সরকারি উদ্যোগে ধান ক্রয়ের টাকা লুটপাট বন্ধ, হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার, ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, আর্মিরেটে রেশন, ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প পর্যাপ্ত ভিজিডি ভিজিএফ টিআর কাবিখা চালুর দাবি জানান।

এছাড়া কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, রোগে আক্রান্ত হয়ে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত চাষীদের উপর্যুক্ত ক্ষতিপূরণ ও দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের শাস্তি, হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সুন্দরবনকে বিধ্বংসী রামপাল প্রকল্প বাতিলের দাবি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন