শেরপুরে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সম্পাদকসহ আহত ১০

  23-06-2017 05:03PM

পিএনএস, বগুড়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যারাতে উপজেলার সীমাবাড়ী বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক ও যুবলীগ নেতা মহররম নেতৃত্বধানী দু’গ্রপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ইফতারের পর সীমাবাড়ী বাজার এলাকায় দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, যুবলীগ নেতা কামাল হোসেন, মিরুল, ইমদাদুলসহ উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতাকর্মীদের মধ্যে মারামারির খবর শুনেছি। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল আহত হয়েছেন। তবে মারামারির কারণ জানা নেই বলে জানান এই যুবলীগ নেতা। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, সীমাবাড়ী বাজার এলাকায় যুবলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানান ওসি খান মো. এরফান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন