ডিমলায় চেতনা নাশক ঔষধ স্প্রে করে চুরির ঘটনা আটক-১

  18-09-2017 11:27PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সম্প্রতি চেতনা নাশক ঔষধ স্প্রে করে বাড়ী চুরির ঘটনা কে কেন্দ্র করে আবেদা বেগম (৩৫) নামের এক কাজের বুয়াকে আটক করে ডিমলা থানা পুলিশের হেফাজতে দেয়।

গত ১২ সেপ্টেম্বর দিবাগত ভোর রাতে নীলফামারী ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা চাপানী ৩নং ওয়ার্ডের মৃত তনেউল্লাহর ছেলে সৈয়দ আলী ও অহেদ আলীর বাড়ীতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে অচেতন অবস্থায় ফেলে রেখে স্বর্ণ ও নগদ অর্থনিয়ে এলাকাবাসী দেখার আগে দ্রুত পালিয়ে যায় র্দুবৃত্তরা।

এ ঘনটায় সরেজমিনে গেলে অহেদ আলীর স্ত্রী, আমেনা বেগম ও পুত্র বধু সাইমুন জানায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল বেলা একই এলাকার কছির উদ্দিনের স্ত্রী আবেদা বেগম পূণরায় ওই বাড়ীতে কাজের জন্য গেলে ঘটনার সত্যতা শিকার করে এবং ৫০ হাজার টাকা দাবি করলে মালামাল ফেরত দেবে বলে যানায়।

এ সময় আমেনা বেগম স্বামী অহেদ আলী কে বিষয়টি অবগত করলে তৎক্ষনাত ডিমলা থানায় মোবাইল ফোনে জানালে পুলিশ ঘটনা স্থল থেকে আবেদা বেগম কে আটক করে থানায় নিয়ে আসে জেল হাজতে প্রেরণ করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন