‘ডিজিটাল বাংলাদেশ দিবসে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতন করতে হবে’

  12-12-2019 06:07PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : ‘সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ শ্লোগানকে সামনে রেখে দেশে দ্বিতীয়বারে মতো পালিত হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’। সারা দেশের সাথে দিনাজপুরের বিরামপুরেও পালিত হচ্ছে 'ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯' । উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিরামপুর এর আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

১২ ডিস্মেবর বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলি সাদিক এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু ও নির্বাহী অফিসার তোহিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পাপিয়া নাছরিন, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, অধ্যক্ষ শিশির কুমার সরকার, ইউএইচপিও ডাঃ সিরাজুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ কে এম শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, আইসিটি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান প্রমুখ।

এমপি শিবলি সাদিক বলেন, বর্তমানে প্রতিটি মানুষই ডিজিটাল সেবার আওতায় এসেছে।

স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,অফিস,ব্যাংক,সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এমনকি প্রত্যন্ত গ্রামের মানুষের হাতেও ডিজিটাল সেবা পৌছে গেছে। ডিজিটাল বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। যেনো তারা সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যাবহার করতে পারে। তাহলে সোশ্যাল মিডিয়ায় মানুষ গুজব ছড়ানো থেকে মুক্তি পাবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন