ধুনটে বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ নিল শিক্ষার্থীরা

  29-11-2016 04:24PM


পিএনএস: বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিবাহ না করা এবং প্রতিরোধ করতে শিক্ষার্থীরা শপথ নিয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার ২৫০জন শিক্ষার্থী এ শপথ নেন।

বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসৃচির উদ্দ্যোগে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার একরামুল হক।

এ সময় সহকারী সুপার গোলাম ফারুক, সহ. মৌলভী মোজাহারুল ইসলাম, আবুল হোসেন, শিক্ষক আব্দুস ছালাম, সহকারী শিক্ষিকা আরজিনা খাতুন, মাকসুদা খাতুন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসৃচির ফিল্ড অর্গানাইজার সোলায়মান আলী বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা শপথ গ্রহন করেন।

এ ছাড়া বাল্য বিবাহ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন