মুখে ছোট ছোট তিল দুর করতে

  11-02-2017 08:21AM

পিএনএস ডেস্ক : অনেকেরই মুখে ছোট ছোট তিল উঠতে দেখা যায়। এই অতিরিক্ত ছোট ছোট তিল হওয়া স্কিন ক্যান্সারের পূর্ব লক্ষণ। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই তিলের দাগ কিছু প্রাকৃতিক উপায়ে কমানো যেতে পারে। চলুন জেনে নিই-
১. কুসুম গরম পানিতে আটা মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। এতে শসার রস দিলে আরও ভাল হয়।
২. অতিরিক্ত তিল দূর করতে লেবুর রস অত্যন্ত উপকারী। লেবুর রসের সাথে চিনি মিশিয়ে নিতে পারেন।
৩. কাচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন।
৪. মধু হালকা গরম করে মুখে লাগান।
৫. প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন।
৬. রাতে ঘুমানোর আগে পাকা কলা মুখে ঘষুন দেখবেন কিছুটা কমে যাবে।
৭. নারিকেলের পানি মুখের তিল দূর করতে অনেকটা সাহায্য করে। তাই সকালে ঘুম থেকে উঠেই নারিকেলের পানি দিয়ে মুখ ধুবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন