যেভাবে জানবেন কেউ গোপনে আপনার প্রতি ঈর্ষান্বিত কিনা

  19-11-2017 04:52PM

পিএনএস ডেস্ক : ধরুন, পেশাগত সাফল্য, পারিবারিক সুখ ও মানসিক শান্তির কারণে আপনি সুখী মানুষের একজন। হয়তো আপনি টের পান, আপনার প্রতি কারও কারও আচরণ ঠিক স্বাভাবিক নয়। প্রকাশ্যে আপনাকে কেউ ঈর্ষা করলে সেটা সহজেই চিহ্নিত করা সম্ভব। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাদের আপনার প্রতি গোপন ঈর্ষা।

তাদের চিহ্নিত করাও তাই সহজ নয়। মনস্তত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তির কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে, তিনি আপনার প্রতি গোপনে ঈর্ষাকাতর কিনা। আসুন জেনে নিই সেই লক্ষণগুলো—

১. কেউ আপনাকে অনুকরণ করছেন কিনা- এই বিষয়টা লক্ষ রাখুন। কারণ গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের প্রাথমিক লক্ষণ এটা।

২. কেউ অকারণেই আপনার স্তুতি করছেন কিনা- সেটা খেয়াল রাখবেন। বেশি তোশামোদ করা মানুষের মনে গোপন ঈর্ষার বাসা থাকে।

৩. কেউ আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখলে বুঝবেন, তিনি আপনার প্রতি গোপনে ঈর্ষাকাতর।

৪. সুযোগ পেলেই আপনার খুঁত ধরে এমন ব্যক্তিও আপনাকে গোপনে ঈর্ষা করে থাকে।

৫. দেখবেন, এমন অনেকেই আছেন যারা পেছনে পেছনে আপনার গুজব রটাচ্ছেন। আসলে তিনি আপনার প্রতি কোনো গোপন ঈর্ষা থেকেই এটা করছেন।

৬. অনেকেই হয়তো সুযোগ পেলেই অযাচিতভাবে আপনাকে উপদেশ দিয়ে থাকেন। এমন ব্যক্তিরাও গোপনে ঈর্ষাকাতর হয়ে থাকেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন