শাহজালালে ৮৭০ কার্টন সিগারেটসহ ৩ যাত্রী আটক

  12-08-2017 02:57PM

পিএনএস ডেস্ক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮৭০ কার্টন সিগারেটসহ তিন যাত্রী আটক হয়েছেন।

শুক্রবার রাতে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা তাদের আটক করেন।

শুল্ক ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিজি-০৪৬ বিমানে চার যাত্রী শাহজালাল বিমানবন্দরে আসেন। তাদের লাগেজের বুকিং দেয়া ছিলো সিলেট পর্যন্ত। এরা হলেন- রোকন উদ্দিন, পেয়ারুল ইসলাম, আমজাদ আলি ও পারভেজ। তাদের লাগেজ সংগ্রহ করার কথা ছিলো সিলেট থেকে। কিন্তু ঢাকায় ট্রানজিটের সময় তারা পড়েন আর্মড পুলিশের গোয়েন্দা নজরদারিতে। এদের মধ্যে তিনজনকে আটক করার পর কাস্টমসের সহায়তায় তাদের লাগেজ তল্লাশি করে ৮৭০ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তারা জানান, চোরাচালানের সহজ মাধ্যম হিসেবে বর্তমানে তারা দুবাই-ঢাকা-সিলেট রুট ব্যবহার করছেন।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন