হাতীবান্ধায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

  23-04-2018 08:20PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রবিবার পৃথক পৃথক অভিযানে তাদের সিংঙ্গমারী ও গড্ডিমারী এলাকার নিজ বাড়ি থেকে ওই দু‘জনকে আটক করে পুলিশ।

গ্রেফকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী (২৮) ও জাহেদুল ইসলাম (৪৫)।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আযাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গোলাম রাব্বানী ও জাহেদুল ইসলাম নামে দু‘জনকে আটক করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। একই কথা বলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

প্রসঙ্গত, শনিবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকার বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্টের স্বত্বাধীকারি মহির আলী (৫০) রিক্সা যোগে বাসায় ফিরছিলেন। এসময় তার কাউন্সিল পাড়া এলাকার বাসার সামনে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা ব্যবসায়ী মহির ও রিক্সা চালক নজরুল ইসলামকে (৪০) কুপিয়ে ব্যাগসহ ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন