তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

  25-08-2016 09:56PM

পিএনএস ডেস্ক : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ দায়িত্ব নেন।

এর আগে গত ১ এপ্রিল থেকে এ মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইবরাহীম।

চলতি বছরের ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের কাছের ঝোপ থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তাঁর বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ১ এপ্রিল থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি।


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন