রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ১৮ এপ্রিল

  19-03-2017 09:07PM

পিএনএস : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থচুরির ঘটনার মামলায় সিআইডি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকী নতুন এ তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।


ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করেছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। ওই ঘটনায় গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে একটি মামলা করেন।


মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় ওই মামলা দায়ের করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন