সূচক বাড়লেও লেনদেন কমেছে

  28-12-2020 03:35PM

পিএনএস ডেস্ক : দেশের পুঁজিবাজারে আগের দিন লেনদেন বেড়ে বড় ধরনের রেকর্ড গড়লেও সোমবার (২৮ ডিসেম্বর) তা কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন