জবিতে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৪

  21-10-2016 05:25PM

পিএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিট বা বিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টার পর কনফিডেন্স বিসিএস কোচিং সেন্টার জবি ক্যাম্পাস শাখায় পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় ওই প্রতিষ্ঠানের পরিচালকসহ দুইজনকে আটক করা হয়।

অন্যদিকে, প্রশ্নপত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করার সময় এক পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটকদের মধ্যে একজন কনফিডেন্স কোচিং জবি ক্যাম্পাস শাখার পরিচালক রনি বলে জানা যায়। অন্য দু’জনের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কোতোয়ালি জোনের এসি শাহেন শাহ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিজেই তাদের আটক করেছে। আমরা পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করছি।


পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন