নোয়াখালীতে মেডিকেল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

  25-10-2016 09:42PM

পিএনএস: শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের জেরে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কলেজের অধ্যক্ষ ডা. মলয় কান্তি চক্রবর্তী জানান, প্রতি বছর কলেজে নতুন ছাত্র ভর্তি হওয়ার পর মেডিসিন ও সন্ধানী ক্লাব যার যার ক্লাবের পাল্লা ভারি করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা বা প্রতিযোগিতা করে।
এবারও তারা সে ধরনের চেষ্টা করছে। এ নিয়ে রোববার রাতে কলেজের বেগমগঞ্জের ক্যাম্পাসে দুই ক্লাবের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এই নিয়ে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে, সে জন্য একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত হলেও যেহেতু ৩১ অক্টোবর নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। তার আগেই পরিস্থিতি শান্ত হলে ক্যাম্পাস খুলে দেয়া হবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন