ঈদে 'বিড়ি' নিয়ে জায়েদ খানের চমক

  13-04-2024 01:17PM



পিএনএস ডেস্ক: ‘ডিগবাজি’ নয় এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এ অভিনেতা।

সিনেমা আর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি তাকে পাওয়া গেল একটি গানের মিউজিক ভিডিওতে। এবারের ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে এসেছে টিএম রেকর্ডস।

নতুন এ গানের কথা- ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার।...’ এমন অদ্ভুত কথার গানটি এরইমধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা।

গানের তালে তালে নাচতেও দেখা গেছে জায়েদকে। এতে ঝলমলে পোশাকে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন ঢালিউডের এ ভাইরাল হিরো।

গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।

চাঁদরাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন