মালয়েশিয়ায় নাম পাল্টাচ্ছে ‘হটডগ'

  18-10-2016 10:30PM

পিএনএস: মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় হটডগ এর নাম পরিবর্তন হতে পারে। মঙ্গলবার দেশটির ফুড আউটলেটগুলো জানায়, ধর্মীয় বিষয় চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
যেসব খাবারের শেষে ‘ডগ’ শব্দটি আছে সেগুলোই পরিবর্তনের চেষ্টা করছে তারা। কারণ সামাজিক মাধ্যম অনেকেই প্রশ্ন তুলেছেন এই খাবার হালাল কিনা।
এছাড়া দেশটিতে মুসলিম দর্শনার্থীদের অভিযোগগুলোও মাথায় নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামিক উন্নয়ন ডিপার্টমেন্টের হালাল ডিভশনের পরিচালক সিরাজুদ্দিন সুহাইমি।
তিনি বলেন, ‘গ্রাহকরা যেন হালাল কোনো বিষয় নিয়ে দ্বিধান্বিত না হন সেজন্যই এই পরিবর্তন। ইসলামে কুকুরের মাংস হারাম এজন্য এই নামটি হালাল কোনো খাবারের সঙ্গে জুড়ে দিতে চাইনা আমরা।’
মালয়েশিয়ায় অসংখ্য রেস্টুরেন্ট হটডগ বিক্রি করে। সিরাজুদ্দিন বলেন, ধাপে ধাপে এই নাম পরিবর্তন করা হবে। এএফপি

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন