ইরাকে ২৮৪ পুরুষ-কিশোরের গণকবর

  22-10-2016 09:06PM

পিএনএস ডেস্ক : ইরাকের মসূলে আইএস জঙ্গিরা ২৮৪ পুরুষ ও কিশোরকে হত্যা করে গণকবরে লাশগুলোকে দাপন করা হয়েছে বলে জানিয়েছে মেইল অনলাইন নিউজ।

ইরাকে জোট বাহিনীর বিরুদ্ধে শত শত পুরুষ ও ছেলেদের আত্মরক্ষার কৌশল হিসেবে ব্যবহার আসছিল আইএস।

আইএস জঙ্গীরা কৃষি শহরটির পরিত্যাক্ত একটি কলেজে বলডুজার দিয়ে একটি গণকবর খনন করে লাশগুলিকে মাটিচাপা দেয়। এদের মধ্যে শিশুসহ কমপক্ষে ২৮৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে আইএস জঙ্গিরা কথিত এই ইসলামিক রাষ্ট্রে ৫৫০টির মত পরিবারকে যুদ্ধে মানবডাল হিসেবে ব্যবহার করার পর তাদের এখন বাড়ী ছাড়া করছে।

জোট বাহিনীর সাথে ইরাকের মসূলে যুদ্ধের সময় তাই গ্রামবাসিরা সাদা পতাকা হাতে নিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টায় ব্যাস্ত।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন