ভারতে জুন মাসেই ব্যান হবে ২ হাজারি নোট!

  01-12-2016 03:43PM

পিএনএস ডেস্ক: আবার নোট ব্যান! এবার নজরে ২০০০ টাকা। ২০০০ টাকার নতুন নোট নিয়ে যারা সুপরিকল্পিত ভাবে কালোটাকাকে সাদা করছে, তাদের জীবনে সম্ভবত আবার চাপ অপেক্ষা করছে জুন মাসে। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, জুনে ২০০০ টাকার নোট বাতিল করতে পারে কেন্দ্র।

৮ নভেম্বর ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করার পর বাজারে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু করেছে কেন্দ্র। তারপর দেখা যাচ্ছে, ২ হাজার টাকার নোট বাজারে যতটা সহজে পাওয়া যাচ্ছে, ততটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে নতুন ৫০০ টাকার নোট পাওয়া। এর পিছনে কারণ রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাদের পরামর্শেই ৫০০ টাকার নোট ইচ্ছে করে ধীরে ধীরে ছাড়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাদের বক্তব্য, ২ হাজার টাকার নোটের জোগান বেশি হলে, কালোটাকার কারবারিরা বেশি অঙ্কের টাকা সাদা করার চেষ্টা করবে। যখনই তাদের কালোটাকা সাদা হয়ে যাবে। তখনই ফের ২ হাজার টাকার নোট বাতিল করা হলে ফের বিপদে পড়বে কালোটাকার মালিকরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন