এবার স্বর্ণ রাখার সীমা বেঁধে দিল ভারত সরকার

  02-12-2016 03:36PM


পিএনএস ডেস্ক: একজন মানুষ কতটুকু সোনা রাখতে পারবেন, তার সীমা বেধে দিয়েছে ভারত। নোট বাতিলের পর বাড়ি বা ব্যাংকের লকারে থাকা সোনা ও গয়না নিয়ে নতুন করে আতংক ছড়াচ্ছে দেশটিতে।

সংশোধিত আয়কর আইনে সঞ্চিত সোনাকেও কালো টাকা সংক্রান্ত ধরপাকড়ের আওতায় আনছে মোদি সরকার।
আতংক দূর করতে বৃহস্পতিবার এক নির্দেশনায় সরকার জানিয়েছে, বিবাহিত নারীদের ৫০০ গ্রাম, অবিবাহিতদের ২৫০ গ্রাম এবং পুরুষদের ১০০ গ্রামের ওপরে অঘোষিত সোনার গহনা থাকলেই কর দিতে হবে। এমনকি এগুলো জব্দও করতে পারবে কর্মকর্তারা।

প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট মালিকের আয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকার কথা ধরা পড়লেও ওই পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হবে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন