পাক-ভারত পরমাণু যুদ্ধের আশঙ্কায়

  17-01-2017 08:06AM

পিএনএস ডেস্ক: পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে দেশ দুটির মধ্যে পরমাণু বোমা ব্যবহার হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
ওয়াশিংটনের কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এ দেয়া ভাষণে তিনি আরো বলেন, কেবল উত্তর কোরিয়া নয় বরং রাশিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশ বিরূপ পদক্ষেপ নিচ্ছে। এতে ইউরোপ, দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার আঞ্চলিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মার্কিন পরবর্তী প্রশাসন এ বিপদ কাটানোর চেষ্টা করবে এবং পরমাণু অস্ত্র কমাতে বিশ্বে ঐকমত্য তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে আশা করেন জো বাইডেন।
সূত্র: ডন

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন