এই প্রথম ইন্দোনেশিয়ায় সমকামীকে প্রকাশ্যে শাস্তি

  18-05-2017 07:07AM



পিএনএস ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ্ প্রদেশে একটি শরীয়াহ্ ভিত্তিক আদালত দু’জন সমকামী পুরুষকে প্রকাশ্যে ৮৫ বার বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে সমকামীতার প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলেছে, অভিযুক্ত দু’জনের একজনের বয়স ২০ ও অন্যজনের ২৩ বছর। তাদেরকে গত মার্চে একত্রে অপত্তিকর অবস্থায় পেয়ে কর্তৃপক্ষ আটক করে। কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেনি।

ইন্দোনেশিয়ায় ‘আচেহ্’ একমাত্র প্রদেশ যেখানে শরীয়াহ্ ভিত্তিক আইন চালু রয়েছে। এখানে সমকামীতা সমপূর্ণ নিষিদ্ধ। তবে ইন্দোনেশিয়ার অন্যান্য প্রদেশে সমকামীতাকে নিষিদ্ধ করা হয়নি। এদেশে সমকামীতার কারণে দন্ড প্রদানের ঘটনা এটাই প্রথম ।

আদালতের এই রায় কার্যকর হবে আগামী সপ্তাহে। ইন্দোনেশিয়াতে এর আগেও এরকম শাস্তি প্রদানের ঘটনা ঘটেছিলো মদ্যপান ও জুয়া খেলার জন্য। সূত্র : বিবিসি নিউজ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন