ভারতের বিরুদ্ধে 'অনুপ্রবেশের' অভিযোগ করলো চীন

  27-06-2017 10:09PM

পিএনএস ডেস্ক : চীন অভিযোগ করেছে, সিকিম ও তিব্বতের মাঝখানে তাদের ভূখন্ডের ভেতরে অনুপ্রবেশ করেছে ভারতীয় সেনারা।

এ নিয়ে বিতন্ডার কারণে দু দেশের মধ্যেকার সম্পর্কে উত্তেজনা বেড়ে গিয়েছে।

কর্মকর্তারা বলছেন, ভারতের সীমান্তরক্ষীরা চীনের ভূখন্ডে ঢুকে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করেছে, এবং তারা তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

চীন আরো অভিযোগ করছে যে তাদের ভূখন্ডের মধ্যে একটি রাস্তা তৈরির কাজেও ভারত বাধা সৃষ্টি করছে।

কিছুদিন আগে ভারতও অভিযোগ করেছিল যে চীনের সৈন্যরা তাদের ভূখন্ডে ঢুকে পড়েছে।

নাত্থু লা গিরিপথ নামের এই জায়গাটি ভারতীয়রা ব্যবহার করে - যাতে তারা তিব্বতের হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থানগুলোতে যেতে পারে।

ভারতের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, গত কয়েক সপ্তাহে ভারতীয় ও চীনা সীমান্তরক্ষীদের মধ্যে উভয় দিক থেকেই উত্তেজনা তৈরি হয়েছে। সে সময় অভিযোগ ওঠে যে চীন সৈন্যরা সিকিমেরে ভেতরে ঢুকে ভারতীয় সৈন্যদের দুটি বাংকার ধ্বংস করে দিয়েছে।

এর পরই বেজিং সীমান্ত পেরিয়ে তীর্থযাত্রীদের যাওয়া-আসা বন্ধ করে দেয়।

চীন ও ভারতের মধ্যে ১৯৬৭ সালে এই জায়গাটিতেই সংঘর্ষ হয়েছিল। এখনো মাঝে মাঝেই এখানে উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে।

রয়টার বার্তা সংস্থা বলছে, চীনা কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে সবশেষ এ ঘটনা 'শান্তি বিঘ্নিত' হতে পারে।

ভারতের দিক থেকে এসব অভিযোগের ব্যাপারে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায় নি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন