ফিলিপাইনে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ লাখ মুরগি মেরে ফেলার নির্দেশ

  12-08-2017 03:19PM


পিএনএস ডেস্ক: ফিলিপাইনের লুজন দ্বীপের পাম্পাগা এলাকায় চলতি মৌশুমে প্রথমে একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এ কারণে ফিলিপিনের কৃষিমন্ত্রী ইমানুয়েল পাইনুল বার্ড ফ্লুতে আক্রান্ত প্রায় ৪ লক্ষ মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী জানান, ম্যানিলার উত্তরের শহর সান লুইসে ৩৮ হাজার মুরগি ফ্লুতে মারা গিয়েছে। এই মুরগি টাইপ এ সাবটাইপ এইচ ৫-এ আক্রান্ত হয়। সংক্রমিত ১ কিলোমিটার এলাকা থেকে ৪ লাখ মুরগি সংগ্রহ করা হয়েছে। যাতে করে এসব মুরগির সংস্পর্শে অন্য মুরগি আক্রান্ত না হতে পারে৷ সরকারের কাছে এখন পর্যন্ত বার্ড ফ্লুতে দেশটির কোন মানুষ আক্রান্ত হওয়ার তথ্য নেই।

এ ব্যাপারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পাইলন উবাইল সংবাদ মাধ্যমকে জানান, কৃষি বিভাগ বার্ড ফ্লু সংক্রমনের কারণ অনুসন্ধান করে দেখছে। দেশের মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও তা কম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ড ফ্লু প্রতিরোধে দেশটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন