উ. কোরিয়ার হামলার আতঙ্কে গুয়ামবাসীর ছুটাছুটি

  16-08-2017 01:42PM


পিএনএস ডেস্ক: প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই দুইটি বেতারে ভুল করে বাজল ‘জরুরি সতর্ক’ সংকেত।

স্থানীয় সময় মঙ্গলবার হামলার বিপদ সংকেত বাজার পর সেখানকার অধিবাসীদের মধ্যে মারাত্মক ভয়-ভীতি ছড়িয়ে পড়ে। লোকজন উত্তর কোরিয়ার হামলার ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটাছুটি শুরু করে।

গুয়ামের দুটি রেডিও স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের জন্য এই হামলার সতর্ক সংকেত ঘোষণা করা হয়।

গুয়াম কর্তৃপক্ষ বলেছে, এটা ছিল নিতান্তই মানবীয় ভুল। গুয়ামের হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, সরকারের অনুমোদন ছাড়া ওই সতর্ক সংকেতের সঙ্গে জরুরি অবস্থা, হুমকি অথবা যুদ্ধ-সতর্কতার কোনো সম্পর্ক নেই। এ ধরনের ভুল যাতে আর না হয় সেজন্য হোমল্যান্ড সিকিউরিটি রেডিও স্টেশন দুটির সঙ্গে কাজ করছে।

সতর্ক সংকেত ঘোষণার পর ভয়ার্ত লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টা জর্জ চারফরোস। তিনি বলেন, এখনো গুয়ামের অধিবাসীরা ঝুঁকির মুখে রয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া বলেছে, তারা গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরিকল্পনা নিয়েছে। গুয়াম দ্বীপে এক লাখ ৬২ হাজার মানুষের বসবাস রয়েছে। এছাড়া, সেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে যাতে সব মিলিয়ে ৬,০০০ সেনা রয়েছে।

তবে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন