শিয়া অধ্যুষিত আল-মুসাওয়ারা মাটির সঙ্গে মিশিয়ে দিল সৌদি

  17-08-2017 06:42AM


পিএনএস ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে শিয়া অধ্যুষিত আওয়ামিয়া শহরের আল-মুসাওয়ারা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দেশটির শাসকগোষ্ঠী। পূর্বাঞ্চালীয় প্রদেশের সচিবালয় থেকে এ কথা জানান হয়েছে।

এতে বলা হয়েছে, ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার কাজ পুরোপুরি শেষ করা হয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, এ তৎপরতায় ৬০টি বুলডেজার অংশ নিয়েছিল।

বিখ্যাত শিয়া আলেম শেখ নিমার আল নিমারের নিজ শহর আওয়ামিয়ায় গত মে থেকে রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে রিয়াদ। শেখ নিমারে মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকেই সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে সৌদি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিশ্ব বিশেষ করে মধ্যপ্রাচ্যব্যাপী নিন্দা এবং বিক্ষোভ হয়েছে।

সৌদি সরকার দাবি করছে, এ এলাকায় সন্ত্রাসীরা তাদের আস্তানা বানিয়েছে এবং পূর্বাঞ্চলীয় এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর সেখান থেকে তারা হামলা চালাচ্ছে।

গত কয়েক সপ্তাহ থেকে অজ্ঞাত বন্দুকধারীরা সৌদি নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই হামলা চালাচ্ছে। সৌদি সরকার এসব হামলার জন্য শিয়া মুসলমানদেরকে অভিযুক্ত করেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন