তুর্কি শীর্ষ জেনারেলকে পদাবনতির ঘোষণা এরদোগানের

  22-08-2017 01:28AM

পিএনএস ডেস্ক: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সোমবার দেশটির শীর্ষ এক তুর্কি জেনারেলকে সতর্ক করে দিয়েছেন যে, কোনো ধরনের দোষ ছাড়াই তাকে এক ‘বিস্ময়কর’ পদাবনতি মেনে নিতে হবে।

সর্তক করে দেয়া ওই জেনারেলের নাম জেকাই আকসাখালি। তিনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার।

গত বছরের ব্যর্থ অভ্যুত্থান পরাস্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সিরিয়ায় একটি ক্রস সীমান্ত অপারেশনেও তিনি নেতৃত্ব দেন।

এ ঘটনা দেশটির সামরিক বাহিনী ও এরদোগানের মধ্যে উত্তেজনার এক বিরল প্রদর্শনী।

সোমবার তুর্কি মিডিয়ার খবরে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল জেকাই আকসাখালিকে কম গুরুত্বপূর্ণ একটি বিশেষ বাহিনীতে সরানোর সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুরস্কের গালিপোলি উপদ্বীপ ভিত্তিক সেনাবাহিনীর দ্বিতীয় কোরের কমান্ডার হিসেবে আকসাখালিকে দায়িত্ব দেয়ার পর এরদোগান বলেন, ‘সেনাবাহিনীতে এ ধরনের অসন্তোষ প্রকাশের কোনো স্থান নেই। যাকে যেখানে যে কাজ দেয়া হবে, তাকে সেখানেই যেতে হবে এবং তার কর্তব্য পালন করতে হবে।’

হুরিয়াতের খবরে বলা হয়, সাবেক বিশেষ বাহিনীর প্রধানসহ ১০ জন জেনারেল পদত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তবে তাদের ঠিক কি কারণে পদাবনতি দেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করেনি দৈনিকটি।
সূত্র: দ্য পেনিনসুলাকাতার ডটকম

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন