ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

  15-09-2017 03:28PM


পিএনএস ডেস্ক: ইরানের ১১ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার বা মার্কিন ব্যাংকগুলোর বিরুদ্ধে সাইবার হামলার কথিত অভিযোগে এ নিষেধাজ্ঞা চাপানো হয়।

অবশ্য পরমাণু সংক্রান্ত যে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল তা অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে।

আইআরজিসির আল কুদস বাহিনীর প্রতি সমর্থন, সিরিয়ায় চলমান সহিংসতায় অংশ গ্রহণ এবং মার্কিন অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে দেয়ার জন্য সাইবার হামলার অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপের দাবি বিবৃতিতে করা হয়।

একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, দুইটি বিমান পরিবহন সংস্থা এবং একটি আইটি কোম্পানির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রধান প্রধান ব্যাংক এবং স্টক একচেঞ্জসহ অন্তত নয় মার্কিন আর্থিক সংস্থার বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে আইটি কোম্পানির বিরুদ্ধে। ২০১১ এবং ২০১২ সালে এ সব সাইবার হামলা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন