ভদ্রভাবে গাড়ি চালালে পুরস্কার

  20-09-2017 01:14AM

পিএনএস ডেস্ক: শ্রীলংকার কলোম্বো শহরের পুলিশ বলছে অন্য চালকদের প্রতি ভদ্রতা দেখালে এবং রাস্তায় ভালো করে গাড়ি চালালে তারা গাড়ির চালকদের পুরস্কার দেবেন।

ভাল গাড়ি চালকদের খুঁজে বের করতে সম্প্রতি তারা একটি প্রচারণা শুরু করেছেন।

শহরের পুলিশ প্রধান বলছেন, প্রশিক্ষিত পুলিশ শহরের নানা রাস্তায় অবস্থান নেবে।

তারা পুরস্কার পাওয়ার যোগ্য চালকদের খুঁজে বের করে তাদের গাড়িতে একটা স্টিকার লাগিয়ে দেবেন।

কিন্তু বড় পুরস্কারটি হলো এমন চালকদের হাসপাতালে বিনা পয়সায় ডাক্তারি পরীক্ষার জন্য বিশেষ ভাউচার পুরস্কার দেয়া হবে।

পুলিশ প্রধান বলছেন, চালকদের আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালানোর ব্যাপারে উৎসাহিত করতে তারা এমন পদক্ষেপ নিয়েছেন।

কিন্তু আইন অমান্যকারীদের জন্য উল্টো ব্যবস্থাও আছে। উল্টাপাল্টা করেছেন তো এমন চালকদের শাস্তি দেয়া হবে।খবর বিবিসি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন