কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ দেশ

  22-02-2019 03:14PM

পিএনএস ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফ সেনাদের উপর জঙ্গি হামলার ঘটনায় এবার ভারতের পাশে দাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কড়া ভাষায় এই হামলার নিন্দা করে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাদের পক্ষ থেকে। বিবৃতিতে একমত হয়েছে চীনসহ নিরাপত্তা পারিষদের ১৫টি স্থায়ী এবং অস্থায়ী সদস্য দেশ।

যার ফলে না চাইতেও এবার পুলওয়ামা হামলায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর নিন্দায় বাধ্য হল বেইজিং। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন টুইট করে ওই বিবৃতিটি পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‌এই প্রথম জাতিসংঘে বেশ কয়েকটি নতুন পদক্ষেপ করা হল। জটিল কূটনৈতিক পরিস্থিতিতে দেরিতে হলেও ভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌

এদিকে জানা গিয়েছে, পুলওয়ামা হামলার পরই নিরাপত্তা পরিষদ এই বিবৃতি প্রকাশ করত। কিন্তু বিগত ৬ দিন ধরে চীন এই বিবৃতির বিরোধীতা করেছিল। বেইজিংয়ের দাবি ছিল, বিবৃতিতে জৈশ-ই-মোহম্মদ জঙ্গি গোষ্ঠীর নাম থাকবে না। এবং জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে ‘‌ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর’‌ লিখতে হবে। যদিও শেষপর্যন্ত চীনের এই দাবি আর মান্যতা পায়নি।

রাজনৈতিক মহলের মতে, কূটনৈতিক দিক থেকে ভারতের কাছে জাতিসংঘের এই বিবৃতি খুবই কার্যকর। এর ফলে আন্তর্জাতিক স্তরে আরও কোনঠাসা হয়ে পড়ল পাকিস্তান। এমনকি পাশে পেল না বন্ধু চীনকেও। যে চীন পুলওয়ামা হামলার পরেও পাকিস্তানের সমর্থনে কথা বলেছিল, তারাও এবার অন্যান্য দেশের চাপে পাকিস্তানের নিন্দায় সরব হল।‌

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন