ন্যাটোর হামলায় ১৭ আফগান পুলিশ নিহত

  17-05-2019 06:35PM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ন্যাটোর বিমান বাহিনীর ভুল হামলায় ১৭ আফগান পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশটির রাজধানী লস্কর গাহ শহরের কাছে তালেবানদের সঙ্গে সংঘর্ষের সময় আফগান পুলিশ সদস্যদের ওপর ভুল করে এ বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় আরো ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর আল জাজিরা।

প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতাউল্লাহ আফঘান বলেন, লস্কর গাহ শহরের কাছে তালেবানের সঙ্গে আফগান পুলিশের গোলাগুলির সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরো ১৪ জন পুলিশ আহত হয়েছেন।

প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, হেলমন্দ-কান্দাহার মহাসড়কের নহর-ই-সিরাজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ন্যাটোর রেজোলিউট সাপোর্ট মিশন ফোর্স এ হামলার ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কাবুলে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনী।

হেলমন্দ গভর্নর মোহাম্মাদ ইয়াসিন বলেন, বিমান হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে তালেবান এক বিবৃতিতে দাবি করেছে, ঘটনার পেছনে মার্কিন বাহিনী জড়িত।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন