মোদির জন্য সকাল থেকেই উপোস যশোদাবেন

  23-05-2019 06:00PM

পিএনএস ডেস্ক : ভোর থেকেই উপোস। একেবারেই নির্জলা। ভারতজুড়ে সকাল ৮টাতে ভোট গণনা শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন।

গোটা ভারত যখন টিভির সামনে, যশোদাবেন মোদদি তখন অম্বাজি মাতার মন্দিরে। পূজা দিচ্ছেন। প্রার্থনা করছেন। কামনায়, নরেন্দ্র মোদির নেতৃত্বে তিনশোর বেশি আসন। শুধু অম্বাজি নয়, উঞ্ঝার ওই মন্দিরে মহাকালেশ্বরের লিঙ্গও রয়েছে। প্রার্থনা করছেন তার কাছেও।

বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ তার সঙ্গে যখন কথা হলো, ফোনের ও পার থেকে আবেগে ভেসে যাওয়া গলায় বললেন, ‘খুশ হুঁ। আজ ম্যায় বহত খুশ হুঁ। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’
পিছন থেকে তখন ভেসে আসছে, ঘরে চলতে থাকা টিভির শব্দ। পাশ থেকে যশোদাবেনের ভাই অশোক মোদিও জানাতে ভুললেন না, 'গোটা ভারতের মতো আমরাও খুশি।’

যশোদাবেন বললেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও।’ একটু থেমে বললেন, ‘মোদি সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সেজন্য ব্রত করেছি। উপোস ওর জন্যও।’
নির্বাচনী পর্বেই যশোদাবেনের সঙ্গে দেখা হয়েছিল গুজরাটের মেহসানা জেলার ব্রাহ্মণওয়াড়া গ্রামে। তার বাবার বাড়িতে। তখনই জানা গিয়েছিল নরেন্দ্র মোদির স্ত্রী পূজা আর্চনা আর উপোসের উপরেই থাকেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন