ভারতে গণেশ মূর্তি বিসর্জনের সময় নৌকা ডুবে ১১ জনের মৃত্যু

  13-09-2019 04:03PM


পিএনএস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গণেশ পুজোর আনন্দে মত্ত ছিলেন সবাই, কিন্তু নদীতে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে এমন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে কে জানতো? ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে একটি নদীতে গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে উল্টে যায় নৌকা। আর এতেই নদীর পানিতে ডুবে মারা গেছে ১১ জন।

পুলিশ জানিয়েছে, গণেশ মূর্তি বিসর্জন দেয়ার জন্যে যে নৌকাটি ব্যবহার করা হচ্ছিল সেটি উল্টে গেলে নৌকায় থাকা বেশ কয়েকজন ডুবে যান পানিতে। এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ইতোমধ্যেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১১ জনের।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরের খাটলাপুরা ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার উপর তুলে দেয়া হয় গণেশ মূর্তিসহ অন্যান্য জিনিস। কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে না পেরে নদীতে ডুবে যায় বলেই মনে করা হচ্ছে।

পুলিশ আরো জানিয়েছে, গণেশ পুজোর বিসর্জন দিতে যাওয়া কেউই কোনো লাইফ জ্যাকেট পরেননি। তার ফলেই ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ভারতে বিভিন্ন জায়গায় এভাবেই মূর্তি বিসর্জনের সময় নৌকা উল্টে বড় দুর্ঘটনা ঘটেছে। আনন্দের আতিশয্যে মানুষ প্রাথমিক সতর্কতা অবলম্বন করতেও ভুলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন