ইরান যাচ্ছেন ইমরান খান

  13-10-2019 03:17PM


পিএনএস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার ইরান যাচ্ছেন। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অনুরোধে তিনি এ সফরে যাচ্ছেন।

চলতি বছর ইরানে এটি তার দ্বিতীয় সফর।

ইমরান খানের কার্যালয় থেকে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তিনি এ সফর করছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।

গত সপ্তাহে এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিস্তারিত উল্লেখ না করে বলেন, ইমরান খান সৌদি আরব সফর করবেন বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে গত মাসে খান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাকে অনুরোধ করেছে।
উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। দেশটিতে পাকিস্তানের ২৫ লাখের বেশি লোক কাজ করছে। এছাড়া ইরানের সাথেও পাকিস্তানের যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। সূত্র : এএফপি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন