করোনা আতঙ্ক: ইরানে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ

  23-02-2020 11:46AM


পিএনএস ডেস্ক: ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। চীনের পর এবার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এরই মধ্যে কমপক্ষে ৩১টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাসটি।

করোনাভাইরাসে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এর ফলে ভাইরাসটিতে চীনের বাইরে পশ্চিম এশিয়ার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মানুষের মৃত্যু হলো। শুধু তাই নয়, ইরানে প্রতিদিনই বাড়ছে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে জনগণকে সুস্থ ও নিরাপদ রাখতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে ভাইরাস সংক্রমণ এলাকায় স্কুল-কলেজ-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

মারকাজি প্রদেশের গভর্নর আলি আঘাজাদে বলেছেন, সম্প্রতি মারা যাওয়া রোগীদের শরীরের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
ইরানে এখন পর্যন্ত ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ভাইরাসটিতে মারা যাওয়া সবশেষ ব্যক্তি তাদের মধ্যে অন্তর্ভুক্ত কিনা সে তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আর কোভিড-১৯ ভাইরাসে দেশটিতে মারা যাওয়া ছয়জনই ইরানের নাগরিক। সূত্র: আলজাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন